এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার, ঠিকানা ও ভাড়ার তালিকা
বাংলাদেশের দূরপাল্লার বাস সার্ভিস কোম্পানিরগুলোর মধ্যে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিঃ অন্যতম। এই প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে যাত্রা শুরু করে এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। বাংলাদেশের অধিকাংশ জেলায় এনা পরিবহনের বাস সার্ভিস রয়েছে। তারা মূলত ৬টি রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার ঢাকা - সিলেট ঢাকা - শ্রীমঙ্গল - মৌলভীবাজার ঢাকা - বগুরা - রংপুর ঢাকা - ছাতক - সুনামগঞ্জ ঢাকা - হবিগঞ্জ ঢাকা - ময়মনসিংহ ঢাকা - বিরিয়ানি বাজার আজকের আর্টিকেলে আমরা এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা জানবো। এছাড়া এনা পরিবহনের ভাড়ার তালিকা ও অনলাইন টিকিট বুকিং সিস্টেম সম্পর্কেও জানবো। এনা পরিবহনের হেড অফিসের ঠিকানা যারা এনা পরিবহনের পরিষেবা নিয়ে থাকেন কিংবা নিতে আগ্রহী তাদের অনেকেই অভিযোগ, পরামর্শ কিংবা মতামত জানাতে এনা পরিবহনের হেড অফিসের ঠিকানা খুঁজে থাকেন। এনা পরিবহনের হেড অফিসটি মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনালে অবস্থিত এবং সম্পূর্ণ ঠিকানা নিম্নরূপ- শহীদ তাজউদ্দীন আহমেদ এভিনিউ, ঢাকা-১২০৫ মোবাইল: ০১৭৬১-৯০১০১১ এটি ভোর ৪টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত খোলা থাকে* এনা পরিবহনের ভাড়ার তালিকা ২০২৩ বাংলা...
Comments
Post a Comment