এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার, ঠিকানা ও ভাড়ার তালিকা
বাংলাদেশের অধিকাংশ জেলায় এনা পরিবহনের বাস সার্ভিস রয়েছে। তারা মূলত ৬টি রুটে সার্ভিস দিয়ে থাকে।
- ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার
- ঢাকা - সিলেট
- ঢাকা - শ্রীমঙ্গল - মৌলভীবাজার
- ঢাকা - বগুরা - রংপুর
- ঢাকা - ছাতক - সুনামগঞ্জ
- ঢাকা - হবিগঞ্জ
- ঢাকা - ময়মনসিংহ
- ঢাকা - বিরিয়ানি বাজার
আজকের আর্টিকেলে আমরা এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা জানবো। এছাড়া এনা পরিবহনের ভাড়ার তালিকা ও অনলাইন টিকিট বুকিং সিস্টেম সম্পর্কেও জানবো।
এনা পরিবহনের হেড অফিসের ঠিকানা
যারা এনা পরিবহনের পরিষেবা নিয়ে থাকেন কিংবা নিতে আগ্রহী তাদের অনেকেই অভিযোগ, পরামর্শ কিংবা মতামত জানাতে এনা পরিবহনের হেড অফিসের ঠিকানা খুঁজে থাকেন। এনা পরিবহনের হেড অফিসটি মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনালে অবস্থিত এবং সম্পূর্ণ ঠিকানা নিম্নরূপ-- শহীদ তাজউদ্দীন আহমেদ এভিনিউ, ঢাকা-১২০৫
- মোবাইল: ০১৭৬১-৯০১০১১
- এটি ভোর ৪টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত খোলা থাকে*
এনা পরিবহনের ভাড়ার তালিকা ২০২৩
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দূরপাল্লার বাস সার্ভিসের মধ্যে শীর্ষে থাকায় অনেকেই এনা পরিবহনের বাড়ার তালিকা জানতে চান। এই কোম্পানিটি মোট ৬টি রুটে এসি, নন-এসি, লাক্সারি কোচের বাস সার্ভিস দিয়ে থাকে। সেজন্য তাদের ভাড়ার তালিকাও ভিন্ন। এছাড়াও ভ্রমণের দূরত্ব অনুযায়ী ভাড়া কম-বেশি হয়ে থাকি।আমি এনা পরিবহনের ফেসবুক পেইজ ও সহজ ডট কম থেকে সর্বশেষ ভাড়ার সম্ভাব্য তালিকা নিচে তুলে ধরলাম। তবে এটা চুড়ান্ত নয়, বাস্তবে ভাড়া ৫০-১০০ টাকা কম-বেশি হতে পারে। সেজন্য তাদের টিকিট কাউন্টার কিংবা হটলাইনে যোগাযোগ করে জেনে নেওয়া উত্তম।
যাত্রার রুটসমূহ |
ভাড়া (টাকা) |
ঢাকা - চট্টগ্রাম (Non AC) |
৬৭০ |
ঢাকা - চট্টগ্রাম (Hino AC) |
৮০০ |
ঢাকা - সিলেট (Non AC) |
৬৮০ |
ঢাকা - সিলেট (Hyundai AC) |
১৫০০ |
ঢাকা - কক্সবাজার (Non AC) |
১১০০ |
ঢাকা - কক্সবাজার (Hino AC) |
১৩০০ |
ঢাকা - কক্সবাজার (Hyundai AC) |
২০০০ |
ঢাকা - শ্রীমঙ্গল - মৌলভীবাজার (Non AC) |
৫৭০ |
ঢাকা - শ্রীমঙ্গল - মৌলভীবাজার (Hino AC) |
৭০০ |
ঢাকা - বগুরা - রংপুর (Non AC) |
৮০০ |
ঢাকা - বগুরা - রংপুর (Hino AC) |
১০০০ |
ঢাকা - সুনামগঞ্জ (Non AC) |
৮২০ |
ঢাকা - সুনামগঞ্জ (Hino AC) |
১০৫০ |
ঢাকা - হবিগঞ্জ (Non AC) |
৪৬০ |
এনা পরিবহন অনলাইন বুকিং সিস্টেম
এনা পরিবহনের সকল রুটের টিকিট অনলাইনে বুকিং দেওয়া সম্ভব। এনা পরিবহনের দুইটি অনলাইন টিকিট বুকিং সিস্টেম রয়েছে।প্রথম আপনি সহজ ডট কম ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে বুকিং দিতে পারবেন। এছাড়া টিকিট কাউন্টারে কল দিয়েও টিকিট বুকিং দিতে পারবেন।
এনা পরিবহনের সকল টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা
আর্টিকেলের এই অংশে এনা পরিবহনের সকল জেলার টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা এক নজরে পেয়ে যাবো। নিচে একটি টেবিলের সাহায্যে সকল টিকিট কাউন্টারের ঠিকানা ও মোবাইল নাম্বার উপস্থাপন করা হলো।এনা পরিবহনের ঢাকার টিকিট কাউন্টার
কাউন্টারের ঠিকানা |
মোবাইল নাম্বার |
মহাখালী বাস স্ট্যান্ড |
01760-737650, 01619-737650 |
গাবতলী বাস টার্মিনাল |
01958-135207 |
কল্যাণপুর |
01958-135173 |
আব্দুল্লাহপুর |
01958-135154 |
মিরপুর-১১ |
01869-802731 |
নবীনগর |
01958-135176 |
আসাদ গেট |
01958-135172 |
সাভার |
01958-135175 |
ঢাকা এয়ারপোর্ট |
01872-695911, 01760-737652 |
ফকিরাপুল বাস স্ট্যান্ড |
01869-802736, 01872-604475 |
গাজীপুর চৌরাস্তা |
01869-802834 |
জিরানী |
01973-586888 |
কচুক্ষেত |
01869-802726 |
মিরপুর-১০ |
01878-059201 |
মানিক বিশ্বরোড |
01872-604476, 01872-695900 |
কুড়িল বিশ্বরোড |
01869-802733 |
সায়েদাবাদ |
01872-604478, 01869-802738 |
চট্টগ্রাম রোড |
01872-604480, 01869-802739 |
বনশ্রী |
01872-605910 |
এনা পরিবহন চট্টগ্রাম টিকিট কাউন্টার
কাউন্টারের ঠিকানা |
মোবাইল নাম্বার |
সীতাকুন্ড |
01869-802746 |
নেভি গেট, চট্টগ্রাম |
01869-802743 |
মিরসরাই |
01869-802747 |
ভাটিয়ারী |
01869-802745 |
বারিয়ার হাট, চট্টগ্রাম |
01872-625745 |
বিটিআরসি, চট্টগ্রাম |
01869-802744 |
দামপাড়া, চট্টগ্রাম |
01878-059209 |
এ কে খান, চট্টগ্রাম |
01711-346177 |
এনা পরিবহন কক্সবাজার টিকিট কাউন্টার
কাউন্টারের ঠিকানা |
মোবাইল নাম্বার |
কক্সবাজার আন্ত:নগর বাস টার্মিনাল |
0188-059206 |
চকরিয়া বাস টারমিনাল, কক্সবাজার |
01687-774106 |
চকরিয়া বাস স্ট্যান্ড, কক্সবাজার |
01878-059210 |
ঝাউতলা |
01721-282533, 01878-059202 |
ওশান প্যারাডাইস |
01878-059204 |
লং বিচ হোটেল |
01878-059203 |
লিংক রোড |
01878-059207 |
রামু |
01872-508990 |
সি আলিফ |
01621-499522 |
এনা পরিবহন সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার টিকিট কাউন্টার
কাউন্টারের ঠিকানা |
মোবাইল নাম্বার |
সিলেট বাস টার্মিনাল |
01760-079986, 01760-079987 |
গোয়ালা বাজার, সিলেট |
01715-465433 |
মাজার গেট, সিলেট |
01611-950750 |
ছাতক বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ |
01722-230348 |
জুড়ি বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ |
01730-858848 |
ছাতক বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ |
01722-230348 |
গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ |
01776-191434 |
মৌলভীবাজার বাস স্ট্যান্ড |
01768-321464 |
শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড |
01756-915198 |
বরলেখা বাস স্ট্যান্ড, মৌলভীবাজার |
01815-257132 |
কুলাউড়া বাস স্ট্যান্ড, মৌলভীবাজার |
01837-083500 |
Comments
Post a Comment