এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার, ঠিকানা ও ভাড়ার তালিকা

বাংলাদেশের দূরপাল্লার বাস সার্ভিস কোম্পানিরগুলোর মধ্যে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিঃ অন্যতম। এই প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে যাত্রা শুরু করে এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে।

বাংলাদেশের অধিকাংশ জেলায় এনা পরিবহনের বাস সার্ভিস রয়েছে। তারা মূলত ৬টি রুটে সার্ভিস দিয়ে থাকে।
  • ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার
  • ঢাকা - সিলেট
  • ঢাকা - শ্রীমঙ্গল - মৌলভীবাজার
  • ঢাকা - বগুরা - রংপুর
  • ঢাকা - ছাতক - সুনামগঞ্জ
  • ঢাকা - হবিগঞ্জ
  • ঢাকা - ময়মনসিংহ
  • ঢাকা - বিরিয়ানি বাজার

আজকের আর্টিকেলে আমরা এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা জানবো। এছাড়া এনা পরিবহনের ভাড়ার তালিকা ও অনলাইন টিকিট বুকিং সিস্টেম সম্পর্কেও জানবো।

এনা পরিবহনের হেড অফিসের ঠিকানা

যারা এনা পরিবহনের পরিষেবা নিয়ে থাকেন কিংবা নিতে আগ্রহী তাদের অনেকেই অভিযোগ, পরামর্শ কিংবা মতামত জানাতে এনা পরিবহনের হেড অফিসের ঠিকানা খুঁজে থাকেন। এনা পরিবহনের হেড অফিসটি মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনালে অবস্থিত এবং সম্পূর্ণ ঠিকানা নিম্নরূপ-
  • শহীদ তাজউদ্দীন আহমেদ এভিনিউ, ঢাকা-১২০৫
  • মোবাইল: ০১৭৬১-৯০১০১১
  • এটি ভোর ৪টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত খোলা থাকে*
এনা পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার, ঠিকানা ও ভাড়ার তালিকা

এনা পরিবহনের ভাড়ার তালিকা ২০২৩

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দূরপাল্লার বাস সার্ভিসের মধ্যে শীর্ষে থাকায় অনেকেই এনা পরিবহনের বাড়ার তালিকা জানতে চান। এই কোম্পানিটি মোট ৬টি রুটে এসি, নন-এসি, লাক্সারি কোচের বাস সার্ভিস দিয়ে থাকে। সেজন্য তাদের ভাড়ার তালিকাও ভিন্ন। এছাড়াও ভ্রমণের দূরত্ব অনুযায়ী ভাড়া কম-বেশি হয়ে থাকি।

আমি এনা পরিবহনের ফেসবুক পেইজ ও সহজ ডট কম থেকে সর্বশেষ ভাড়ার সম্ভাব্য তালিকা নিচে তুলে ধরলাম। তবে এটা চুড়ান্ত নয়, বাস্তবে ভাড়া ৫০-১০০ টাকা কম-বেশি হতে পারে। সেজন্য তাদের টিকিট কাউন্টার কিংবা হটলাইনে যোগাযোগ করে জেনে নেওয়া উত্তম।

যাত্রার রুটসমূহ

ভাড়া (টাকা)

ঢাকা - চট্টগ্রাম (Non AC)

৬৭০

ঢাকা - চট্টগ্রাম (Hino AC)

৮০০

ঢাকা - সিলেট (Non AC)

৬৮০

ঢাকা - সিলেট (Hyundai AC)

১৫০০

ঢাকা - কক্সবাজার (Non AC)

১১০০

ঢাকা - কক্সবাজার (Hino AC)

১৩০০

ঢাকা - কক্সবাজার (Hyundai AC)

২০০০

ঢাকা - শ্রীমঙ্গল - মৌলভীবাজার (Non AC)

৫৭০

ঢাকা - শ্রীমঙ্গল - মৌলভীবাজার (Hino AC)

৭০০

ঢাকা - বগুরা - রংপুর (Non AC)

৮০০

ঢাকা - বগুরা - রংপুর (Hino AC)

১০০০

ঢাকা - সুনামগঞ্জ (Non AC)

৮২০

ঢাকা - সুনামগঞ্জ (Hino AC)

১০৫০

ঢাকা - হবিগঞ্জ (Non AC)

৪৬০

উপরে উল্লিখিত রুটের বাইরে কোনো জায়গার ভাড়া সম্পর্কে জানতে এনা পরিবহনের হটলাইন নাম্বার কিংবা কাউন্টারে যোগাযোগ করতে পারেন।

এনা পরিবহন অনলাইন বুকিং সিস্টেম

এনা পরিবহনের সকল রুটের টিকিট অনলাইনে বুকিং দেওয়া সম্ভব। এনা পরিবহনের দুইটি অনলাইন টিকিট বুকিং সিস্টেম রয়েছে।

প্রথম আপনি সহজ ডট কম ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে বুকিং দিতে পারবেন। এছাড়া টিকিট কাউন্টারে কল দিয়েও টিকিট বুকিং দিতে পারবেন।

এনা পরিবহনের সকল টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা

আর্টিকেলের এই অংশে এনা পরিবহনের সকল জেলার টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা এক নজরে পেয়ে যাবো। নিচে একটি টেবিলের সাহায্যে সকল টিকিট কাউন্টারের ঠিকানা ও মোবাইল নাম্বার উপস্থাপন করা হলো।

এনা পরিবহনের ঢাকার টিকিট কাউন্টার

কাউন্টারের ঠিকানা

মোবাইল নাম্বার

মহাখালী বাস স্ট্যান্ড

01760-737650, 01619-737650

গাবতলী বাস টার্মিনাল

01958-135207

কল্যাণপুর

01958-135173

আব্দুল্লাহপুর

01958-135154

মিরপুর-১১

01869-802731

নবীনগর

01958-135176

আসাদ গেট

01958-135172

সাভার

01958-135175

ঢাকা এয়ারপোর্ট

01872-695911, 01760-737652

ফকিরাপুল বাস স্ট্যান্ড

01869-802736, 01872-604475

গাজীপুর চৌরাস্তা

01869-802834

জিরানী

01973-586888

কচুক্ষেত

01869-802726

মিরপুর-১০

01878-059201

মানিক বিশ্বরোড

01872-604476, 01872-695900

কুড়িল বিশ্বরোড

01869-802733

সায়েদাবাদ

01872-604478, 01869-802738

চট্টগ্রাম রোড

01872-604480, 01869-802739

বনশ্রী

01872-605910

এনা পরিবহন চট্টগ্রাম টিকিট কাউন্টার

কাউন্টারের ঠিকানা 

মোবাইল নাম্বার

সীতাকুন্ড

01869-802746

নেভি গেট, চট্টগ্রাম

01869-802743

মিরসরাই

01869-802747

ভাটিয়ারী

01869-802745

বারিয়ার হাট, চট্টগ্রাম

01872-625745

বিটিআরসি, চট্টগ্রাম

01869-802744

দামপাড়া, চট্টগ্রাম

01878-059209

এ কে খান, চট্টগ্রাম

01711-346177

এনা পরিবহন কক্সবাজার টিকিট কাউন্টার

কাউন্টারের ঠিকানা 

মোবাইল নাম্বার

কক্সবাজার আন্ত:নগর বাস টার্মিনাল

0188-059206

চকরিয়া বাস টারমিনাল, কক্সবাজার

01687-774106

চকরিয়া বাস স্ট্যান্ড, কক্সবাজার

01878-059210

ঝাউতলা

01721-282533, 01878-059202

ওশান প্যারাডাইস

01878-059204

লং বিচ হোটেল

01878-059203

লিংক রোড

01878-059207

রামু

01872-508990

সি আলিফ

01621-499522

এনা পরিবহন সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার টিকিট কাউন্টার

কাউন্টারের ঠিকানা 

মোবাইল নাম্বার 

সিলেট বাস টার্মিনাল

01760-079986, 01760-079987

গোয়ালা বাজার, সিলেট

01715-465433

মাজার গেট, সিলেট

01611-950750

ছাতক বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ

01722-230348

জুড়ি বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ

01730-858848

ছাতক বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ

01722-230348

গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ

01776-191434

মৌলভীবাজার বাস স্ট্যান্ড

01768-321464

শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড

01756-915198

বরলেখা বাস স্ট্যান্ড, মৌলভীবাজার

01815-257132

কুলাউড়া বাস স্ট্যান্ড, মৌলভীবাজার

01837-083500

ইতিকথা

আশা করি, উপরের তথ্যের মাধ্যমে আপনাদের চাহিদা পূরণ করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি সকল অথেনটিক উৎস থেকে তথ্য সংগ্রহ করতে।

উপরে উল্লিখিত এনা পরিবহনের ভাড়ার তালিকা চিরস্থায়ী নয়। এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ যেকোনো সময় তাদের পরিষেবার ভাড়া পরিবর্তন করতে পারে, এক্ষেত্রে উক্ত পরিবর্তনের জন্য আমরা দায়ী নয়। তবে উল্লিখিত সকল ভাড়া যে সময়ে আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে তখনকার সর্বশেষ ভাড়ার তালিকা, ভবিষ্যতে এটি পরিবর্তিত হতে পারে।

এছাড়া উপরে উল্লিখিত যেসকল কাউন্টারের নাম্বার দেওয়া হয়েছে সেগুলো এনা পরিবহনের ফেসবুক পেইজ সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত। এক্ষেত্রে ভুলত্রুটি থাকতে পারে। উক্ত মোবাইল নাম্বারগুলোতে কেউ যোগাযোগ করে নিজ দায়িত্বে লেনদেন করবেন। এক্ষেত্রে কেউ প্রতারিত হলে আমরা কোনোভাবেই দায়ী হয়।

Comments

Popular posts from this blog

সর্বকালের সেরা ১০ ফুটবলারের নাম [আপডেট ২০২৩]

বাংলাদেশের খেলা দেখার টিভি চ্যানেল লিস্ট ২০২৩