কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম - বিপিএল ২০২৩
আগামী ৫ই জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত শুরু হতে যাচ্ছে বিপিএলের নবম আসর। অনেক বাছাই প্রক্রিয়া শেষ করে বিপিএল ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে- ফরচুন বরিশাল স্পোর্টস লি. (বরিশাল), খুলনা মাইন্ডট্রি লি.(খুলনা), প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি.(ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি. (সিলেট), টগি স্পোর্টস লি. (রংপুর), ডেলটা স্পোর্টস লি.(চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা) এই ৭টি দলের মধ্যে। উক্ত ৭টি দলের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্যতম সেরা টিম।
আজ আপনাদেরকে বিস্তারিত জানাবো এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম বা স্কোয়াড ২০২৩ সম্পর্কে। চলুন- শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিই।
এক নজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম সম্পর্কে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে, নাফিসা কামালের কুমিল্লা লেজেন্ডস লিমিটেড কর্তৃক। কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম বরাবরই বিপিএলের আসরে এক সেরা দল হিসেবে পরিচিত। এ দলটি এ পর্যন্ত বিপিএলের ২০১৫, ২০১৯ এবং ২০২২ সালের এই তিন আসরেই তিনবার চ্যাম্পিয়ন হয়।এছাড়াও ২০১৬ সালে লীগ পর্ব, ২০১৭ সালে প্লে অফ এবং ২০১৯-২০২০ সালে লীগ পর্ব হিসেবে সাফল্য অর্জন করে। এজন্যই, এখন পর্যন্ত সবচেয়ে সাফল্যময় দল হিসেবে বিপিএলের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেই ধরা হয়।
দুঃখজনকভাবে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ২০১৫ সালের পর থেকে প্রায় বিলুপ্তির পথে হাঁটছিল। এই সংকটকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমকে নিজস্ব মালিকানায় কুমিল্লা ওয়ারিয়র্স হিসেবে গঠন করে। বিসিবির এই মালিকানার মেয়াদকাল ছিল ২০২০ সাল পর্যন্ত।
পরবর্তীতে, ২০২২ সালে আবারও কুমিল্লা লিজেন্ডস লিমিটেড কর্তৃক পুনর্গঠন করা হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম হিসেবে। বিপিএলের নবম আসরের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডের তালিকা প্রকাশিত হয়েছে। আশা করা যায়, বিপিএলেরের ২০২৩ সালের আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম সেরা কিছু দিবে সকল ক্রিকেটপ্রেমীদের।
পরবর্তীতে, ২০২২ সালে আবারও কুমিল্লা লিজেন্ডস লিমিটেড কর্তৃক পুনর্গঠন করা হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম হিসেবে। বিপিএলের নবম আসরের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডের তালিকা প্রকাশিত হয়েছে। আশা করা যায়, বিপিএলেরের ২০২৩ সালের আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম সেরা কিছু দিবে সকল ক্রিকেটপ্রেমীদের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম ২০২৩ এর সকল প্লেয়ার
সদ্য প্রকাশিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড ২০২৩ এ দেখা যায়, এবছরেও এক ঝাঁক তারকার মিলন ঘটতে যাচ্ছে বিপিএলের এই দলে। প্রতিবারই দেশি-বিদেশি সেরা প্লেয়ারদেরকে নিজেদের দলে নিয়ে এসে সবাইকে চমকিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম।এবছরে যেসব প্লেয়ার কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের হয়ে লড়াই করবে তাদের তালিকা নিচে দেওয়া হলো-
সরাসরি চুক্তিতে অংশগ্রহণকারী প্লেয়ার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম সরাসরি যেসব প্লেয়ারদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের নিয়ে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। এবার গুঞ্জনকে সত্য প্রমাণ করে যেসব তারকা প্লেয়ারদের দলে ভিড়িয়েছেন,তাঁরা হলেন- মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, মোহাম্মদ নবি।
আশা করি, আমাদের আর্টিকেলটি পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম-২০২৩ সম্পর্কে জানতে পেরেছেন বিস্তারিত। বিপিএল টুর্নামেন্ট সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের ব্লগটি ঘুরে দেখতে পারেন অথবা নিচের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
উত্তরঃ গতবারের মতো এবারও সেরা দলের জন্য সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মোহাম্মদ সালাউদ্দিনের হাত ধরেই এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড চ্যাম্পিয়ন হয়েছেন।
২. কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম- ২০২৩ এর অধিনায়ক কে?
উত্তরঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমকে এবার অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিবে ইমরুল কায়েস।
৩. বিপিএলের পূর্ণরুপ কী?
উত্তরঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
৪. বিপিএলের আসর প্রথম কবে শুরু হয়?
উত্তরঃ ২০১২ সালের ১০ই ফেব্রুয়ারি।
সরাসরি চুক্তিতে অংশগ্রহণকারী প্লেয়ার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম সরাসরি যেসব প্লেয়ারদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের নিয়ে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। এবার গুঞ্জনকে সত্য প্রমাণ করে যেসব তারকা প্লেয়ারদের দলে ভিড়িয়েছেন,তাঁরা হলেন- মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, মোহাম্মদ নবি।
ড্রাফটের মধ্যে অংশগ্রহণকারী দেশি প্লেয়ার
ড্রাফটের মাধ্যমে যে সকল দেশি প্লেয়ার খেলবেন, তাঁরা হলে- লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আতিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।ড্রাফটের মাধ্যমে অংশগ্রহণকারী বিদেশি প্লেয়ার
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ড্রাফটের মাধ্যমে অংশগ্রহকারী প্লেয়াররা হলেন- শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন।শেষকথা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম বা স্কোয়াড মানেই অসংখ্য নতুন নতুন চমকের সমাহার আর সাফল্যের ফুলঝুলি। আশা করি, গত কয়েক আসরের সাফল্যের মতোও এবারও জয়ের শিরোপা আনবে কুমিল্ল ভিক্টোরিয়ান্স টিম, সাথে মন জয় করে নিবে সকল ক্রিকেট প্রেমিদের। সূচনালগ্ন থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম এক অনন্য টিম।আশা করি, আমাদের আর্টিকেলটি পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম-২০২৩ সম্পর্কে জানতে পেরেছেন বিস্তারিত। বিপিএল টুর্নামেন্ট সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের ব্লগটি ঘুরে দেখতে পারেন অথবা নিচের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
প্রশ্ন-উত্তর পর্ব (FAQ)
১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডের এবারের কোচ কে?উত্তরঃ গতবারের মতো এবারও সেরা দলের জন্য সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মোহাম্মদ সালাউদ্দিনের হাত ধরেই এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড চ্যাম্পিয়ন হয়েছেন।
২. কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম- ২০২৩ এর অধিনায়ক কে?
উত্তরঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমকে এবার অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিবে ইমরুল কায়েস।
৩. বিপিএলের পূর্ণরুপ কী?
উত্তরঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
৪. বিপিএলের আসর প্রথম কবে শুরু হয়?
উত্তরঃ ২০১২ সালের ১০ই ফেব্রুয়ারি।
Comments
Post a Comment