২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ যে কারণে সেরা
২০২২ সালের ২০শে নভেম্বর হতে শুরু হতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের বিশ্বযুদ্ধ ওরফে কাতার বিশ্বকাপ যা বিশ্বকাপের ২২ তম আসর। আমরা সবাই-ই উচ্ছ্বাসিত কাতার বিশ্বকাপ-২০২২ নিয়ে।
স্বাভাবিকভাবেই, প্রতি ৪বছর পর পর যখন বিশ্বকাপ খেলার সময় আসে তখন আমরা সবাই আনন্দিত, উচ্ছ্বাসিত হয়ে থাকি। তবে, চলতি বছরের আসন্ন কাতার বিশ্বকাপ নিয়ে আমরা একটু বেশিই উদ্বিগ্ন, এর ঠিক নির্দিষ্ট কিছু কারনও আছে। আজ আমরা সেই কারণ সম্পর্কেই আপনাদের জানাবো।
আপনাদেরকে জানাবো এপর্যন্ত অনুষ্ঠিত সকল বিশ্বকাপ খেলা থেকে কেন কাতার বিশ্বকাপ কাপ অন্য আসরগুলো থেকে আলাদা ও সেরা। চলতি বছরের আসন্ন কাতার বিশ্বকাপ নতুন সাজে,নতুনভাবে চমক নিয়ে আমাদের সামনে হাজির হবে। তো চলুন বিস্তারিত জানি-
২. কাতার বিশ্বকাপ এপর্যন্ত অনুষ্ঠিত সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপের আসর হতে যাচ্ছে। কাতার বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়াম সেরা সেরা প্রযুক্তি ও সাজসজ্জার মধ্য দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখতে হয়েছে খেলোয়াড়দের অনুশীলনের মাঠ। এছাড়াও, খেলায়োড়, দর্শকদের থাকার জন্য হোটেল সহ নানারকম সুযোগ সুবিধার জন্য বহুল খরচ করা হয়েছে।
২০২৩ কাতার ফুটবল বিশ্বকাপ যে কারণে সেরা
১. এটি ৩২ দলের সর্বশেষ খেলা হতে যাচ্ছে। কাতার বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২ টি জাতীয় ফুটবল দলের মধ্যে। বিশ্বকাপের ২১ তমও আসরও ৩২ টি দলের মধ্যে খেলা হয়েছিল। তবে আগামী ২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এ ৩ দেশের সমন্বয়ে মোট ৪৮টি দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য বলা হচ্ছে, কাতার বিশ্বকাপই সর্বশেষ ৩২ টি দলের খেলা হতে যাচ্ছে।২. কাতার বিশ্বকাপ এপর্যন্ত অনুষ্ঠিত সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপের আসর হতে যাচ্ছে। কাতার বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়াম সেরা সেরা প্রযুক্তি ও সাজসজ্জার মধ্য দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখতে হয়েছে খেলোয়াড়দের অনুশীলনের মাঠ। এছাড়াও, খেলায়োড়, দর্শকদের থাকার জন্য হোটেল সহ নানারকম সুযোগ সুবিধার জন্য বহুল খরচ করা হয়েছে।
এ বিশ্বকাপে দর্শকদের স্টেডিয়ামে যাতায়াতের জন্য নামানো হয়েছে প্রায় ৪ হাজার বাস। প্রসঙ্গত, কাতারের সবসময় স্বাভাবিক তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এই তাপমাত্রায় খেলোয়াড়দের খেলতে কষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে বড় বড় প্রযুক্তির সমন্বয়ে। কাতার বিশ্বকাপে মোট খরচ হয়েছে প্রায় ২১৮ বিলিয়ন মার্কিন ডলার।
গত বিশ্বকাপে খরচ হয়েছিল মাত্র ১২ বিলিয়ন মার্কিন ডলার যা কাতার বিশ্বকাপের খরচের কাছে খুবই নগন্য। উল্লেখ্য, এ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপের আসরগুলোর মধ্যে ২০১৪ সালের আসরটি ছিল সর্বোচ্চ ব্যয়বহুল। তবে কাতার বিশ্বকাপ সে রেকর্ড ভেঙে ফেলেছে। গত ৭ আসরের মোট খরচের পরিমাণ এবারের কাতার বিশ্বকাপের আসরের খরচ হয়েছে। তাই এটা বলার প্রয়োজন রাখে না, যে কাতর বিশ্বকাপ হবে অন্য আসরগুলো থেকে আলাদা ও সেরা।
৩. মরুর দেশে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েও খেলোয়াররা গরম অনুভব করবে না। কাতারে সবসময়ের স্বাভাবিক তাপমাত্রা সর্বনিম্ন ৪০ডিগ্রি হয়ে থাকে। এ তাপমাত্রায় খেলোয়াড়দের পক্ষে খেলা কষ্টকর। তবে, কাতারের সেরা প্রযুক্তির মাধ্যমে এ গরম অনুভূত হবে না সেরকমভাবেই স্টেডিয়ামগুলো সাজানো হয়েছে। এজন্যই কাতার বিশ্বকাপ অন্যরকম একটি সেরা বিশ্বকাপ হতে চলেছে।
৫। কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যাক্তিগণ/খেলোয়াড় ইত্যাদি তাদের ক্যারিয়ারের ইতি টানছে। এবারের কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে খেলাজগতের অনেক বড় বড় তারকারা তাদের কর্মজীবন শেষ করছে। তাদের মধ্যে গুটিকয়েক হলো-
ক্রিশ্চিয়ানো রোনালদোঃ ক্রিশ্চিয়ানো রোনালদো একজন প্রফেশনাল পর্তুগিজ খেলোয়ার যিনি ১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ এবং প্রথম ইউরোপীয়। তার সফলতার ঝুলিতে এযাবৎ পাঁচটি ব্যালন ডি'অর এবং চারটি গোল্ডেন শু জমা হয়েছে যা একটি অন্যতম রেকর্ড একজন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে।
৩. মরুর দেশে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েও খেলোয়াররা গরম অনুভব করবে না। কাতারে সবসময়ের স্বাভাবিক তাপমাত্রা সর্বনিম্ন ৪০ডিগ্রি হয়ে থাকে। এ তাপমাত্রায় খেলোয়াড়দের পক্ষে খেলা কষ্টকর। তবে, কাতারের সেরা প্রযুক্তির মাধ্যমে এ গরম অনুভূত হবে না সেরকমভাবেই স্টেডিয়ামগুলো সাজানো হয়েছে। এজন্যই কাতার বিশ্বকাপ অন্যরকম একটি সেরা বিশ্বকাপ হতে চলেছে।
৪। প্রথম শীতকালীন বিশ্বকাপ হতে যাচ্ছে।
সাধারণত বিশ্বকাপ জুলাই -আগস্টের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবার কাতারে উক্ত সময়ে অনেক তাপমাত্রা থাকে যে তাপমাত্রায় খেলোয়াড়দের পক্ষে খেলা অসম্ভব। এজন্যই এবারের কাতার বিশ্বকাপ একটু শীতের আমেজে অর্থাৎ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা আগে কখনোই হয়নাই। এজন্যই কাতার বিশ্বকাপ অন্য বিশ্বকাপ থেকে আলাদা।৫। কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যাক্তিগণ/খেলোয়াড় ইত্যাদি তাদের ক্যারিয়ারের ইতি টানছে। এবারের কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে খেলাজগতের অনেক বড় বড় তারকারা তাদের কর্মজীবন শেষ করছে। তাদের মধ্যে গুটিকয়েক হলো-
ক্রিশ্চিয়ানো রোনালদোঃ ক্রিশ্চিয়ানো রোনালদো একজন প্রফেশনাল পর্তুগিজ খেলোয়ার যিনি ১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ এবং প্রথম ইউরোপীয়। তার সফলতার ঝুলিতে এযাবৎ পাঁচটি ব্যালন ডি'অর এবং চারটি গোল্ডেন শু জমা হয়েছে যা একটি অন্যতম রেকর্ড একজন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে।
তিনি প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং এবং পর্তুগাল জাতীয় দলের ফরওয়ার্ড হিসেবে খেলে। তিনি তাঁর কর্মজীবনে এপর্যন্ত ৩২টি প্রধান সারির শিরোপা জয় করেছেন যেগুলো তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু এই চিরপরিচিত মুখ এবারের কাতার বিশ্বকাপের মধ্য দিয়েই তার ক্যারিয়ারের ইতি টানছে।
লিওনেল মেসিঃ লিওনেল মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি ফরাসী ক্লাব পিএসজি এবং আর্জেন্টিনার একজন জাতীয় ফুটবলার হিসেবে খেলে। বর্তমানে তিনি আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করছে। তিনি তাঁর খেলার দক্ষতার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে অন্যতম। এ বছরের কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে তিনি তার ক্যারিয়ার থেকে অবসর নিচ্ছেন।
এছাড়াও এই তালিকায় রয়েছে নেইমার জুনিয়র (ব্রাজিলিয়ান পেশাদার ফুটবলার), করিম মোস্তফা বেনজোমা (ফরাসি পেশাদার ফুটবলার), লুকা মদরিচ (ক্রয়োশীয় পেশাদার ফুটবলার) ইত্যাদি বড় বড় খেলা জগতের নক্ষত্রেরা।
এত এত অনন্য বৈশিষ্টের কারণেই কাতার বিশ্বকাপ এপর্যন্ত অনুষ্ঠিত সেরা বিশ্বকাপ হতে চলেছে। আশা করি, কাতার বিশ্বকাপ আমরা আনন্দের সাথে উপভোগ করতে পারব।
লিওনেল মেসিঃ লিওনেল মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি ফরাসী ক্লাব পিএসজি এবং আর্জেন্টিনার একজন জাতীয় ফুটবলার হিসেবে খেলে। বর্তমানে তিনি আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করছে। তিনি তাঁর খেলার দক্ষতার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে অন্যতম। এ বছরের কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে তিনি তার ক্যারিয়ার থেকে অবসর নিচ্ছেন।
এছাড়াও এই তালিকায় রয়েছে নেইমার জুনিয়র (ব্রাজিলিয়ান পেশাদার ফুটবলার), করিম মোস্তফা বেনজোমা (ফরাসি পেশাদার ফুটবলার), লুকা মদরিচ (ক্রয়োশীয় পেশাদার ফুটবলার) ইত্যাদি বড় বড় খেলা জগতের নক্ষত্রেরা।
এত এত অনন্য বৈশিষ্টের কারণেই কাতার বিশ্বকাপ এপর্যন্ত অনুষ্ঠিত সেরা বিশ্বকাপ হতে চলেছে। আশা করি, কাতার বিশ্বকাপ আমরা আনন্দের সাথে উপভোগ করতে পারব।
Comments
Post a Comment